বিচারকর্তৃগণ 20:46 - পবিত্র বাইবেল O.V. (BSI)46 অতএব সেই দিন বিন্যামীনের মধ্যে খড়্গধারী পঁচিশ সহস্র লোক হত হইল; তাহারা সকলেই বলবান লোক ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 অতএব সেদিন বিন্ইয়ামীনের মধ্যে তলোয়ারধারী পঁচিশ হাজার লোক হত হল; তারা সকলেই বলবান লোক ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 সেদিন বিন্যামীন গোষ্ঠীভুক্ত 25,000 তরোয়ালধারী লোক নিহত হল। তারা সবাই ছিল বীর যোদ্ধা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 সেই দিন বিন্যামীন গোষ্ঠীর মোট পঁচিশ হাজার সশস্ত্র সৈন্য নিহত হল। তারা সকলেই ছিল বীর সৈনিক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 সেদিন 25,000 বিন্যামীন সৈন্য নিহত হল। তারা সকলেই তরবারি নিয়ে বীরের মতো লড়াই করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 অতএব সেই দিন বিন্যামীনের মধ্যে খড়গধারী পঁচিশ হাজার লোক হত হল; তারা সবাই বলবান লোক ছিল। অধ্যায় দেখুন |