বিচারকর্তৃগণ 1:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 পরে যিহূদা আপন ভ্রাতা শিমিয়োনকে কহিল, তুমি আমার অংশে আমার সহিত আইস, আমরা কনানীয়দের সহিত যুদ্ধ করি; পরে আমিও তোমার অংশে তোমার সহিত যাইব। তাহাতে শিমিয়োন তাহার সঙ্গে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পরে এহুদা-বংশ তাদের আপন ভাই শিমিয়োন-বংশকে বললো, তোমরা আমাদের অংশে আমাদের সঙ্গে এসো, আমরা কেনানীয়দের সঙ্গে যুদ্ধ করি; পরে আমরাও তোমাদের অংশে তোমাদের সঙ্গে যাব। তাতে শিমিয়োন-বংশ তাদের সঙ্গে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তখন যিহূদা গোষ্ঠীর লোকেরা তাদের সহ-ইস্রায়েলী শিমিয়োনীয়দের বলল, “কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের সাথে আমাদের জন্য বরাদ্দ অঞ্চলে এসো। পরে আমরাও তোমাদের সঙ্গে তোমাদের জন্য নির্দিষ্ট অঞ্চলে যাব।” সুতরাং শিমিয়োন গোষ্ঠীর লোকেরাও তাদের সঙ্গে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 যিহূদা গোষ্ঠীর লোকেরা তখন তাদের জ্ঞাতি শিমিয়োন গোষ্ঠীর লোকদের বলল, যে অঞ্চল আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এস, আমরা সেখানে একসাথে গিয়ে কনানীদের আক্রমণ করি। তারপর আমরাও তোমাদের সাথে তোমাদের জন্য নির্দিষ্ট এলাকায় যাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 যিহূদার পুরুষরা তাদের শিমিয়োন পরিবারগোষ্ঠীর ভাইদের কাছ থেকে সাহায্য চাইল। যিহূদার লোকরা বলল, “ভাইসব, প্রভু আমাদের প্রত্যেককে কিছু জমিজায়গা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তোমরা যুদ্ধের জন্য আমাদের সাহায্য করতে এগিয়ে আসো তাহলে আমরাও কনানীয়দের বিরুদ্ধে তোমাদের জমির লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে আসব।” শিমিয়োনের লোকরা যিহূদার ভাইদের যুদ্ধে সাহায্য করতে রাজী হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 পরে যিহূদা তার ভাই শিমিয়োনকে বলল, “তুমি আমার জায়গায় আমার সঙ্গে এস, আমরা কনানীয়দের সঙ্গে যুদ্ধ করি; পরে আমিও তোমার জায়গায় তোমার সঙ্গে যাব।” তাতে শিমিয়োন তার সঙ্গে গেল। অধ্যায় দেখুন |