প্রেরিত্ 5:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 এই সকল কথা শুনিবামাত্র অননিয় পড়িয়া প্রাণ ত্যাগ করিল; আর যাহারা শুনিল, সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এসব কথা শোনামাত্র অননিয় ভূমিতে পড়ে মারা গেল; আর যারা শুনলো, সকলেই ভীষণ ভয় পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 অননিয় একথা শোনামাত্র মাটিতে পড়ে গেল ও প্রাণত্যাগ করল। ওই ঘটনার কথা যারা শুনল, তারা সকলেই মহা আতঙ্কে কবলিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এ কথা শোনামাত্র অননীয় মাটিতে পড়ে গিয়ে মারা গেল। আর যারা এ কথা শুনল, সকলেই ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5-6 এই কথা শোনার সঙ্গে সঙ্গে অননিয় মাটিতে পড়ে মারা গেল, আর যারা একথা শুনল, তারা সকলে অত্যন্ত ভয় পেয়ে গেল। পরে যুবকরা উঠে তাকে কাপড়ে জড়িয়ে বাইরে নিয়ে গিয়ে কবর দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 অননিয় এই সব শুনে পড়ে গিয়ে মারা গেল। এবং যারা শুনল তারা খুব ভয় পেয়ে গেল। অধ্যায় দেখুন |