প্রেরিত্ 21:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরদিন আমরা প্রস্থান করে সিজারিয়াতে এলাম এবং সুসমাচার-তবলিগকারী ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁর বাড়িতে প্রবেশ করে তাঁর সঙ্গে অবস্থান করলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 পরদিন সেই স্থান ছেড়ে আমরা কৈসরিয়ায় পৌঁছালাম ও সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে থাকলাম। তিনি ছিলেন জেরুশালেমে মনোনীত সাতজনের অন্যতম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 পরেরদিন আবার বেরিয়ে পড়লাম, উপস্থিত হলাম সীজারিয়াতে। সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়ীতে গেলাম এবং তাঁর কাছেই থাকলাম। ইনি ছিলেন জেরুশালেমে মনোনীত সাতজন পরিচারকের অন্যতম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 পরের দিন আমরা তলিমায়ি থেকে রওনা হয়ে কৈসরিয়ায় এলাম। সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে উঠলাম। ইনি সেই সাতজন মনোনীত লোকদের মধ্যে একজন। আমরা সেখানে তাঁর সঙ্গে থাকলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরের দিন আমরা সেখান থেকে রওনা হয়ে কৈসরিয়ায় পৌছালাম এবং সুসমাচার প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের একজন, তাঁর বাড়িতে আমরা থাকলাম। অধ্যায় দেখুন |