প্রেরিত্ 2:31 - পবিত্র বাইবেল O.V. (BSI)31 অতএব পূর্ব্ব হইতে দেখিয়া তিনি খ্রীষ্টেরই পুনরুত্থান বিষয়ে এই কথা কহিলেন যে, তাঁহাকে পাতালে পরিত্যাগও করা হয় নাই, তাঁহার মাংস ক্ষয়ও দেখে নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 অতএব দাউদ আগে থেকে দেখে মসীহেরই পুনরুত্থান বিষয়ে এই কথা বললেন যে, তাঁকে পাতালে পরিত্যাগও করা হয় নি, তাঁর দেহ ক্ষয়ও হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 ভবিষ্যতে কী ঘটবে তা আগেই দেখতে পেয়ে তিনি মশীহের পুনরুত্থান সম্পর্কে বলেছেন যে, তিনি পাতালের গর্ভে পরিত্যক্ত হবেন না, কিংবা তাঁর শরীর ক্ষয় দেখবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 এ কথা জেনেই দূরদৃষ্টির বলে তিনি খ্রীষ্টের পুনরুত্থানের ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, পাতালে তিনি পরিত্যক্ত হবেন না, দেহ তাঁর বিনাশ লাভ করবে না।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 পরে কি হবে তা আগেই জানতে পেরে দায়ূদ যীশুর পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন: ‘তাঁকে মৃত্যুলোকে পরিত্যাগ করা হয় নি বা তাঁর দেহ কবরের মধ্যে ক্ষয় প্রাপ্ত হয় নি।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 এবং তিনি খ্রীষ্টের মৃত্যু থেকে জীবিত হবার বিষয় এই কথা বলেছিলেন যে, তাঁকে মৃত্যুলোকে ত্যাগ করা হয়নি, তাঁর মাংস ক্ষয় হবে না। অধ্যায় দেখুন |