প্রেরিত্ 12:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 দিন হইলে পর, পিতর কি হইল, বলিয়া সেনাগণের মধ্যে খুব একটা হুলস্থূল পড়িয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 দিন হলে পর, পিতর কোথায় গেলেন তা নিয়ে সৈন্যদের মধ্যে খুব একটা হুলুস্থূল পড়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সকালবেলা, পিতরের কী হল, ভেবে সৈন্যদের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সকাল হতেই রক্ষীদলের মধ্যে পিতরের খোঁজে হুলুস্থূল পড়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 সকাল হলে প্রহরারত সৈনিকদের মধ্যে একটা হৈচৈ পড়ে গেল। পিতরের কি হল, এই ভেবে তারা আশ্চর্য হয়ে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 এখন, যখন দিন হলো, সেখানে সৈনিদের মধ্যে কোনো ক্ষুদ্র উত্তেজনা ছিল না, পিতরের বিষয়ে যা কিছু ঘটেছিল অধ্যায় দেখুন |