প্রেরিত্ 11:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 অতএব, তাঁহারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী হইলে পর, যেমন আমাদিগকে, তেমনি যখন তাঁহাদিগকেও ঈশ্বর সমান বর দান করিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে নিবারণ করিতে পারি? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 অতএব, তারা প্রভু ঈসা মসীহের উপর ঈমান আনলে পর, যেমন আমাদেরকে, তেমনি যখন তাদেরকেও আল্লাহ্ সমান বর দান করলেন, তখন আমি কে যে, আল্লাহ্কে নিবৃত্ত করতে পারি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সুতরাং, আমরা যখন প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেছিলাম তখন ঈশ্বর যেমন আমাদেরকে বরদান দিয়েছিলেন তেমন যদি তাঁদেরও দিয়ে থাকেন, তাহলে আমি কে যে ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করব?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করার পর যা তিনি আমাদের দান করেছিলেন, সেই একই দান যদি ঈশ্বর তাদেরও দিয়ে থাকেন তাহলে আমি কোন অধিকারে ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমরা প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করলে ঈশ্বর আমাদের যে দান দিয়েছিলেন, তেমনি তারা বিশ্বাসী হলে ঈশ্বর তাদের সমান বরদান করলেন, সেক্ষেত্রে আমি কি ঈশ্বরের কাজে বাধাদান করতে পারি? না!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 সুতরাং, তারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী হওয়ার পর, যেমন আমাদের তেমন তাঁদেরও ঈশ্বর সমান আশীর্বাদ দিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে বাধা দিতে পারি? অধ্যায় দেখুন |