প্রেরিত্ 10:44 - পবিত্র বাইবেল O.V. (BSI)44 পিতর এই কথা কহিতেছেন, এমন সময়ে যত লোক বাক্য শুনিতেছিল, সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 পিতর এই কথা বলছেন, এমন সময়ে যত লোক কালাম শুনছিল, সকলের উপরে পাক-রূহ্ নেমে আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 পিতর যখন এসব কথা বলছিলেন, সেই সময়, যত লোক সেই বাণী শুনছিল, তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 পিতরের ভাষণের মাঝখানেই শ্রোতাদের উপরে পবিত্র আত্মার অধিষ্ঠান হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 পিতর যখন এইসব কথা বলছিলেন, তখন যারা সেখানে সেইসব কথা শুনছিল, তাদের সকলের ওপর পবিত্র আত্মা নেমে এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 পিতর এই কথা বলছেন ঠিক সেই দিনের যত লোক বাক্য শুনছিল, প্রত্যেকের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। অধ্যায় দেখুন |