প্রকাশিত বাক্য 7:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 যিহূদা-বংশের দ্বাদশ সহস্র লোক মুদ্রাঙ্কিত; রূবেণ-বংশের দ্বাদশ সহস্র; গাদ-বংশের দ্বাদশ সহস্র; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এহুদা-বংশের বারো হাজার লোককে সীলমোহর করা হয়েছিল; রূবেণ-বংশের বারো হাজার; গাদ-বংশের বারো হাজার; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যিহূদা গোষ্ঠী থেকে মোহরাঙ্কিত 12,000 জন, রূবেণ গোষ্ঠী থেকে 12,000 জন, গাদ গোষ্ঠী থেকে 12,000 জন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যিহুদা গোষ্ঠীর মুদ্রাঙ্কিত লোকের সংখ্যা বারো হাজার।রূবেণ গোষ্ঠীর বারো হাজার অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যিহূদা গোষ্ঠীর 12,000 রূবেণ গোষ্ঠীর 12,000 গাদ গোষ্ঠীর 12,000 অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যিহূদা বংশের বারো হাজার লোককে সীলমোহর চিহ্নিত করা হয়েছিল, রূবেণ বংশের বারো হাজার লোককে, গাদ বংশের বারো হাজার লোককে, অধ্যায় দেখুন |