প্রকাশিত বাক্য 2:15 - পবিত্র বাইবেল O.V. (BSI)15 তদ্রূপ তুমিও সেই ভাবে নীকলায়তীয়দের শিক্ষাবলম্বী কয়েক জনকে রাখিতেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 সেরকমভাবে নীকলায়তীয়দের শিক্ষা অনুসারে যারা চলে এমন কয়েকজনও তোমার কাছে আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 একইভাবে, তোমার মধ্যেও নিকোলায়তীয়দের শিক্ষা পালন করে এমন কিছু মানুষ আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 সেইরকম নিকোলাস-পন্থী কিছু লোক তোমাদের মাঝে রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 হ্যাঁ, তোমাদের মধ্যেও বেশ কিছু লোক নীকলায়তীয়দের শিক্ষা অনুসারে চলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তাছাড়া নীকলায়তীয়দের শিক্ষা অনুসারে যারা চলে, সেইরূপ কয়েক জন ও তোমার ওখানে আছে। অধ্যায় দেখুন |