পরমগীত 3:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, [আমি বলিলাম], তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখিয়াছ? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল, আমি বললাম, তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখেছ? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 নগররক্ষীরা রাতপাহারা দেবার সময় আমাকে দেখতে পেল। “তোমরা কি তাঁকে দেখেছ, যাঁকে আমার হৃদয় ভালোবাসে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 দেখা হল নগরের পথে রক্ষীদের সাথে আমি শুধাই তাদের, “তোমরা দেখেছ কি দয়িতকে মোর’’? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 নগরে যারা পাহারা দেয় সেই প্রহরীরা আমায় দেখেছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, “যাকে আমি ভালোবাসি তোমরা কি তাকে দেখেছো?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার দিন আমাকে দেখতে পেল। আমি তাদের জিজ্ঞাসা করলাম, “তোমরা কি আমার প্রাণের প্রিয়কে দেখেছ?” অধ্যায় দেখুন |