পরমগীত 1:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 অয়ি নারীকুল-সুন্দরি! তুমি যদি না জান, তবে পালের পদচিহ্ন ধরিয়া গমন কর, এবং পালকদের তাম্বুগুলির নিকটে তোমার ছাগবৎসদিগকে চরাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 অয়ি নারীকুল-সুন্দরী! তুমি যদি না জান, তবে পালের পদচিহ্ন ধরে গমন কর, এবং পালকদের তাঁবুগুলোর কাছে, তোমার ছাগলের বাচ্চাগুলোকে চরাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 হে, নারীদের মধ্যে সেরা সুন্দরী, তা যদি তুমি না-জানো, তবে মেষদের পদচিহ্ন ধরে যাও, এবং পালকদের তাঁবুগুলির কাছে তোমার ছাগবৎসদের চরাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ওগো সুন্দরীতমা, পথ যদি থাকে তোমার অজানা, চলে এস তুমি মেষপালের পথরেখা ধরে, চরিও তোমার ছাগশিশুদল রাখালিয়াদের তাম্বুর পাশে পাশে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আমাকে কোথায় খুঁজতে হবে যদি তুমি না জানো, তবে হে সুন্দরী নারী, তুমি মেষের পালগুলিকে অনুসরণ কর এবং তোমার ছাগল ছানাগুলিকে মেষপালকদের তাঁবুর কাছে চরাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 হে নারীদের সেরা সুন্দরী, তুমি যদি না জান তবে ভেড়ার পালের পায়ের চিহ্ন ধরে অনুসরণ করো, পালকদের তাঁবু গুলোর কাছে তোমার সব ছাগলের বাচ্চাগুলো চরাও। অধ্যায় দেখুন |