নহূম 3:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 কূশ ও মিসর তাহার বলস্বরূপ, তাহা অসীম; পুট ও লূবীয়গণ তাহার সহকারী ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 ইথিওপিয়া ও মিসর তার বলস্বরূপ, তা অসীম; পুট ও লিবীয়রা তার সহকারী ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 কূশ ও মিশর ছিল তার অপার শক্তি; পূট ও লিবিয়া তার মিত্রশক্তির মধ্যে গণ্য হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সুদান ও মিশর ছিল তার সাসনাধীন। সীমাহীন তার ক্ষমতা, লিবিয়া ছিল তার মিত্রশক্তি অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 কূশ এবং মিশর থীবসকে অনেক সামর্থ্য যুগিয়েছিল। সুদান এবং লিবীয়া তাকে সমর্থন করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 কূশ আর মিশর তাকে সীমাহীন শক্তি যোগাত, তার বন্ধুদের মধ্যে ছিল পূট ও লিবিয়া। অধ্যায় দেখুন |