নহূম 3:6 - পবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি তোমার উপরে জঞ্জাল নিক্ষেপ করিয়া তোমাকে বিরূপ করিব, ও কৌতুকাস্পদ বলিয়া স্থাপন করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমি তোমার উপরে জঞ্জাল নিক্ষেপ করে তোমাকে ঘৃণার বস্তু করবো ও হাসির পাত্র বলে স্থাপন করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আমি অশ্লীলতা দিয়ে তোমাকে আঘাত করব, আমি তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখব এবং তোমাকে এক প্রদর্শনীতে পরিণত করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 চরম তাচ্ছিল্যে তোমায় জর্জরিত করব, কলঙ্ক লেপন করব তোমার মুখে, সবার সামনে তুমি হবে মূর্তিমতী বিভীষিকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আমি তোমার ওপর নোংরা জিনিষ ছুঁড়ে দেবো। আমি তোমার সঙ্গে ঘৃণ্য আচরণ করবো। লোকে তোমাকে দেখে হাসবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আমি তোমার উপর আবর্জনা ছুঁড়ে ফেলব, তোমাকে ঘৃণার চোখে দেখব এবং তোমাকে ঠাট্টার পাত্র করব। অধ্যায় দেখুন |