নহূম 3:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 কশার শব্দ; ঘূর্ণয়মান চক্রের শব্দ; প্লবমান অশ্ব ও লম্ফমান রথ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কশার আওয়াজ; ঘূর্ণায়মান চাকার আওয়াজ; ধাবমান ঘোড়া ও লম্ফমান রথ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 চাবুকের জোরালো শব্দ, চাকার ঝনঝনানি, দ্রুতগতি ঘোড়ার ক্ষুরের শব্দ ও ধুলো ওড়ানো রথের শব্দ! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কশাঘাতের শব্দ, রথচক্রের ঘর্ঘর, অশ্বখুরের ধ্বনি, ধাবমান রথ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তোমরা চাবুক মারার শব্দ, চাকার শব্দ, ঘোড়াদের টগবগিয়ে যাবার শব্দ এবং রথগুলোর লাফিয়ে যাবার শব্দ শুনতে পাচ্ছো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 শোন, চাবুকের শব্দ, চাকার ঘড়ঘড় শব্দ; সেখানে দ্রুততম ঘোড়া চলার শব্দ, লাফিয়ে চলা ঘোড়া। অধ্যায় দেখুন |