নহূম 2:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 [রাজা] আপন কুলীনবর্গকে স্মরণ করেন, তাহারা গমনে স্খলিত হয়; প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হইতেছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা গিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 বাদশাহ্ তাঁর কুলীনবর্গকে স্মরণ করেন, তারা যাবার সময় হোঁচট খায়, প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হচ্ছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 নীনবী তার শ্রেষ্ঠ সৈন্যদলকে তলব করল, তাও তারা পথে হোঁচট খেলো। তারা নগর-প্রাচীরে ধাক্কা খেলো; প্রতিরক্ষামূলক ঢাল স্বস্থানে রাখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 নীনবীর বাছাই করা সৈন্যদের কাছে হুকুম এল, ঊর্ধ্বশ্বাসে ছুটল তারা নগরপ্রাকারের দিকে, ব্যূহ রচিত হল প্রতিরোধের জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 শত্রু পক্ষ তার সব থেকে ভালো সৈন্যদের ডাকছে। কিন্তু দৌড়ে যেতে গিয়ে তারা হোঁচট খাচ্ছে। তারা প্রাচীরের দিকে দৌড়ে যাচ্ছে এবং অবরোধ যন্ত্র বসাচ্ছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 রাজা তাঁর আধিকারিকদের ডাকছেন; তারা হোঁচট খেয়েও এগিয়ে যাচ্ছে। তারা শহরের দেয়ালের দিকে ছুটে যাচ্ছে; আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য ঢাল তৈরী করা হয়েছে। অধ্যায় দেখুন |
তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্দ্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।