নহিমিয় 7:70 - পবিত্র বাইবেল O.V. (BSI)70 পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্ম্মের জন্য দান করিল। শাসনকর্ত্তা ভাণ্ডারে স্বর্ণের এক সহস্র অদর্কোন ও পঞ্চাশটী বাটী এবং যাজকদের জন্য পাঁচ শত ত্রিশটী অঙ্গরক্ষক দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস70 পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ সেই কাজের জন্য দান করলো। শাসনকর্তা ভাণ্ডারে সোনার এক হাজার অদর্কোন ও পঞ্চাশটি বাটি এবং ইমামদের জন্য পাঁচ শত ত্রিশটি কোর্তা দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ70 পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ সেই কাজের জন্য দান করল। শাসনকর্তা ভাণ্ডারে 1,000 অদর্কোন সোনা ও পঞ্চাশটি বাটি এবং যাজকদের জন্য 530-টি পোশাক দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)70 মন্দির সংস্কারের কাজে বহুলোক দানসামগ্রী উৎসর্গ করেছিল। শাসনকর্তারা অর্থভাণ্ডারে 1000 স্বর্ণমুদ্রা, উপাসনার কাজে ব্যবহারের জন্য 50টি গামলা ও পুরোহিতদের 530টি পোশাক দান করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল70 বেশ কিছু পরিবার প্রধান কাজ চালিয়ে যাবার জন্য অর্থ দান করেন। রাজ্যপাল স্বয়ং কোষাগারে 19 পাউণ্ড স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। এছাড়াও তিনি 50টি পাত্র ও যাজকদের পোশাকের জন্য 530 পোশাক দান করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী70 বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ কাজের জন্য দান করলেন। শাসনকর্ত্তা ধনভান্ডারে দিলেন এক হাজার সোনার অর্দকোন, পঞ্চাশটা বাটি ও যাজকদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক দিলেন। অধ্যায় দেখুন |