নহিমিয় 7:66 - পবিত্র বাইবেল O.V. (BSI)66 একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ সহস্র তিন শত ষাট জন ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস66 একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ হাজার তিন শত ষাট জন ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ66 সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)66 তাদের 7,337 জন পরিচারক ও পরিচারিকা ছাড়অও অধ্যায় দেখুনপবিত্র বাইবেল66-67 7337 জন দাসদাসীকে বাদ দিলে, যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিয়ে ছিল 42,360 জন। এছাড়াও, এদের সঙ্গে ছিল 245 জন গায়ক-গায়িকা, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী66 জড়ো করা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন। অধ্যায় দেখুন |