নহিমিয় 3:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ করিল। আর তাহার নিকটে হনানিয় নামে এক জন গন্ধবণিক মেরামৎ করিল, তাহারা প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত যিরূশালেম দৃঢ় করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তাদের কাছে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামত করলো। আর তার কাছে হনানীয় নামে এক জন গন্ধবণিক মেরামত করলো, তারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুশালেম দৃঢ় করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 এর পরের অংশটি মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তাঁর পরের অংশটি মেরামত করল হনানিয় নামে একজন সুগন্ধি প্রস্তুতকারক। এইভাবে তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুশালেমের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 স্বর্ণকারদের মধ্যে অন্যতম হৎয়ের পুত্র উষীয়েল পরবর্তী অংশ মেরামত করেছিল, তার পরবর্তী অংশ হনানিয় নামে একজন গন্ধবণিক নির্মাণ করেছিল। তারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুশালেমের সংস্কার করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এরপরের অংশটি হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ করল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। হনানিয় সুগন্ধ বানাত এবং সে পরের অংশটি মেরামৎ করল। ঐসব লোকরা দেওয়ালটিকে প্রশস্ত প্রাচীর অবধি গাঁথল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তার কাছে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের ছেলে উষীয়েল সারাই করল। আর তার কাছে হনানিয় নামে এক জন সুগন্ধি প্রস্তুতকারী সারাই করল, তারা চওড়া দেওয়াল পর্যন্ত যিরূশালেম পুনরায় তৈরী করল। অধ্যায় দেখুন |