নহিমিয় 2:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে আমার উপরে প্রসারিত ঈশ্বরের মঙ্গলময় হস্তের কথা এবং আমার প্রতি কথিত রাজার বাক্য তাহাদিগকে জানাইলাম। তাহাতে তাহারা কহিল, চল, আমরা উঠিয়া গিয়া গাঁথি। এইরূপে তাহারা সেই সাধু কার্য্যের জন্য আপন আপন হস্ত সবল করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে আমার উপরে প্রসারিত আল্লাহ্র মঙ্গলময় হাতের কথা এবং আমার প্রতি কথিত বাদশাহ্র কালাম তাদেরকে জানালাম। তাতে তারা বললো, চল, আমরা গিয়ে নির্মাণ করি। এভাবে তারা সেই সাধু কাজের জন্য নিজ নিজ হাত সবল করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আমার ঈশ্বর কীভাবে আমার মঙ্গল করেছেন ও রাজা আমাকে কী বলেছেন তাও আমি তাদের জানালাম। উত্তরে তারা বললেন, “আসুন, আমরা গাঁথতে শুরু করি।” তারা সেই ভালো কাজ শুরু করতে প্রস্তুত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ঈশ্বরের আশীর্বাদ ও সহায়তা আমি কিভাবে পেয়েছি এবং রাজা কী বলেছেন, সব কথা আমি তাঁদের বললাম। তাঁরা উত্তরে বললেন, আসুন, আমরা নগর পুনর্নির্মাণের কাজে হাত দিই। তারপর তাঁরা নির্মাণের কাজ আরম্ভ করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 আমি তাদের এও বললাম যে ঈশ্বর আমার মঙ্গল করেছিলেন। রাজা আমায় কি বলেছেন, সে কথাও তাদের জানালাম। তখন লোকরা বলে উঠল, “চলো আমরা পুনর্নির্মাণের কাজ শুরু করি!” তাই তারা এই ভাল কাজের প্রস্তুতিতে নিজেদের উৎসাহ দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 পরে আমার উপরে বিস্তারিত ঈশ্বরের মঙ্গলময় হাতের কথা এবং আমার প্রতি বলা রাজার কথা তাদেরকে জানালাম। তাতে তারা বলল, “চল, আমরা উঠে গিয়ে গাঁথি।” এই ভাবে তারা সেই ভাল কাজের জন্য নিজের নিজের হাত শক্তিশালী করল। অধ্যায় দেখুন |