Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 12:42 - পবিত্র বাইবেল O.V. (BSI)

42 এবং মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর, আমরা সকলে দাঁড়াইয়া রহিলাম; তখন গায়কেরা উচ্চৈঃস্বরে গান করিল, ও যিষ্রহিয় তাহাদের তত্ত্বাবধায়ক ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 এবং মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, ইলাম ও এষর, আমরা সকলে দাঁড়িয়ে রইলাম; তখন গায়কেরা উচ্চৈঃস্বরে গান করলো ও যিষ্রহিয় তাদের তত্ত্বাবধায়ক ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 এরা ছাড়াও সেখানে মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর ছিল। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশমতো গান করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

42 মাসেয় শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এসর—এদেরও সঙ্গে নিয়ে গেলাম। যিস্রহিয়ের পরিচালনায় গায়কেরা সঙ্গীত পরিবেশন করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

42 এরপর এইসব যাজকগণও তাঁদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন: মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোনাথন, মল্কিয়, এলম ও এষর। অতঃপর যিষ্রহিয়র পরিচালনায় এর দুটি দল গান শুরু করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 এবং মাসেয়, শময়িয়, ইলীয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম; তখন গায়কেরা গান করল ও যিষ্রহিয় তাদের পরিচালক ছিল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 12:42
11 ক্রস রেফারেন্স  

তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।


আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি, আমাদের ত্রাণ-শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।


আর তাহাদের ভ্রাতৃগণ এক শত আটাশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের পুত্র।


ইনি মীখায়েলের পুত্র, ইনি বাসেয়ের পুত্র,


মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয়, হনানিয়, এই যাজকেরা তূরীসহ,


সেই দিবস লোকেরা অনেক বলিদান করিয়া আনন্দ করিল, কেননা ঈশ্বর তাহাদিগকে মহানন্দে আনন্দিত করিলেন, এবং স্ত্রী ও বালক বালিকাগণও আনন্দ করিল; তাহাতে অনেক দূর পর্য্যন্ত যিরূশালেমের আনন্দধ্বনি শুনা গেল।


বিল্‌গয়, শমরিয়, যাজকগণের মধ্যে, এই সকল লোক।


ধর সঙ্গীত, বাজাও ডম্ফ, বাজাও নেবল সহকারে মনোহর বীণা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন