নহিমিয় 12:30 - পবিত্র বাইবেল O.V. (BSI)30 আর যাজকেরা ও লেবীয়েরা আপনারা শুচি হইল, এবং তাহারা লোকদিগকে ও দ্বার সকল ও প্রাচীর শুচি করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর ইমামেরা ও লেবীয়েরা নিজেরা পাক-পবিত্র হল এবং তারা লোকদেরকে ও সমস্ত দ্বার ও প্রাচীর পাক-পবিত্র করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 যাজকেরা ও লেবীয়েরা নিজেরা শুচি হয়ে লোকদের, দ্বারসকল ও প্রাচীর শুচি করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 পুরোহিতেরা এবং লেবীয়েরা আনুষ্ঠানিক ভাবে নিজেদের শুচি করলেন তারপর তাঁরা জনসাধারণকে, দ্বারগুলিকে এবং প্রাচীরটিকে শুদ্ধ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 যাজকগণ ও লেবীয়রা প্রথমে আনুষ্ঠানিকভাবে নিজেদের শুদ্ধ করলেন, তারপর লোকরা, ফটকসমূহ ও জেরুশালেমের প্রাচীরটিকে আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে দরজাগুলো ও দেওয়াল শুচি করলেন। অধ্যায় দেখুন |