নহিমিয় 11:36 - পবিত্র বাইবেল O.V. (BSI)36 আর যিহূদার সম্পর্কীয় কোন কোন পালাভুক্ত কতকগুলি লেবীয় বিন্যামীনের সহিত সংযুক্ত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 আর এহুদার কোন কোন পালাভুক্ত কয়েকজন লেবীয় বিন্ইয়ামীনের সঙ্গে সংযুক্ত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 যিহূদার লেবীয়দের কিছু দল বিন্যামীনের এলাকায় গিয়ে বাস করতে লাগল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 লেবীয়দের কিছু অংশ যিহুদীয়া ও কিছু অংশ বিন্যামীনে বসবাস শুরু করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 যিহূদায় বসবাসকারী লেবীয় পরিবারের কিছু গোষ্ঠী বিন্যামীনের জমিতে উঠে এসেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 আর যিহূদার সম্পর্কীয় কোনো কোনো পালাভুক্ত কিছু লেবীয় বিন্যামীনের সঙ্গে সংযুক্ত হল। অধ্যায় দেখুন |