দ্বিতীয় বিবরণ 23:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 অম্মোনীয় কিম্বা মোয়াবীয় কেহ সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না; দশম পুরুষ পর্য্যন্ত তাহাদের কেহ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করিতে পাইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 অম্মোনীয় কিংবা মোয়াবীয় কেউ মাবুদের সমাজে প্রবেশ করতে পারবে না; দশম পুরুষ পর্যন্ত তাদের কেউ মাবুদের সমাজে কখনও প্রবেশ করতে পারবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 কোনও অম্মোনীয় কিংবা মোয়াবীয় বা তাদের বংশধরেরা কেউ সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে না; তার দশম পুরুষ পর্যন্তও তা করতে পারবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আম্মোনী ও মোয়াবী জাতির কোন ব্যক্তি এমন কি তার দশম পুরুষ পর্যন্ত কোন বংশধরও প্রভু পরমেশ্বরের সমাবেশে যোগদান করতে পারবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “অম্মোনীয় ও মোয়াবীয় কেউই ইস্রায়েলের লোকদের সাথে যোগ দিয়ে প্রভুর উপাসনা করতে পারবে না। তাদের উত্তরপুরুষরা দশ পুরুষ পর্যন্ত কেউই সেই দলে যোগ দিতে পারবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 অম্মোনীয় কিংবা মোয়াবীয় কেউ সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে না; দশম প্রজন্ম পর্যন্ত তাদের কেউ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করতে পাবে না। অধ্যায় দেখুন |