Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 22:11 - পবিত্র বাইবেল O.V. (BSI)

11 লোম ও মসীনা-মিশ্রিত সূত্রনির্ম্মিত বস্ত্র পরিধান করিও না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 লোম ও মসীনা-মিশানো সুতায় তৈরি কাপড় পরো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তোমরা পশম আর মসিনা সুতো মিশিয়ে বোনা কাপড় পরবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তোমরা পশম ও রেশমী সুতোয় একসঙ্গে বোনা জামাকাপড় পরবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 “পশম এবং মসীনার সাহায্যে বোনা কাপড় তোমরা কখনই পরবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 লোম ও মসীনা মেশানো সুতোর তৈরী পোশাক পর না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 22:11
3 ক্রস রেফারেন্স  

তোমরা আমার বিধি সকল পালন করিও। তুমি ভিন্ন ভিন্ন প্রকার পশুর সহিত আপন পশুদিগকে সংসর্গ করিতে দিও না; তোমার এক ক্ষেত্রে দুই প্রকার বীজ বুনিও না; এবং দুই প্রকার সূত্রে মিশ্রিত বস্ত্র গাত্রে দিও না।


আপনার আবরণার্থক গাত্রীয় বস্ত্রের চারি কোণে থোপ দিও।


আরও তিনি তাহাদিগকে একটী দৃষ্টান্ত কহিলেন, তাহা এই, কহে নূতন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না; তাহা করিলে নূতনটাও ছিঁড়িতে হয়, এবং পুরাতন কাপড়েও সেই নূতনের তালী মিলিবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন