দ্বিতীয় বিবরণ 12:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)19 সাবধান, তোমার দেশে যতকাল জীবিত থাক, লেবীয়কে ত্যাগ করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 সাবধান, তোমার দেশে যতকাল জীবিত থাক, লেবীয়দের ত্যাগ করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 সাবধান, তোমাদের দেশে তোমরা যতদিন বসবাস করবে ততদিন লেবীয়দের প্রতি তোমরা অবহেলা করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 মনে রেখ, সেই দেশে তোমাদের জীবনকালে কখনও লেবীয়দের পরিত্যাগ করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিন্তু সাবধান, তোমরা সবসময়ই এই সমস্ত খাদ্যদ্রব্য লেবীয়দের সঙ্গে ভাগ করে নেবে। তোমরা যতদিন তোমাদের দেশে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা এ কাজ করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 সাবধান, তোমার দেশে যত কাল বেঁচে থাক, লেবীয়কে ত্যাগ কর না। অধ্যায় দেখুন |