দানিয়েল 10:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 সেই পূর্ণ তিন সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দ্দন করিলাম না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 সেই পূর্ণ তিন সপ্তাহ যতদিন শেষ হল না, ততদিন সুস্বাদু খাদ্য ভোজন করলাম না, গোশ্ত কি আঙ্গুর-রস আমার মুখে প্রবেশ করলো না এবং আমি তেল মাখলাম না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমি কোনো সুস্বাদু খাবার খেলাম না; মাংস ও সুরা আমি মুখে তুললাম না; এবং তিন সপ্তাহ কেটে না যাওয়া পর্যন্ত সুগন্ধি তেল মাখলাম না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 সেই তিন সপ্তাহ পূর্ণ না হওয়া পর্যন্ত আমার খাওয়া দাওয়া ছিল নিতান্ত সাধারণ ও সম্পূর্ণ নিরামিষ। তখন আমি সুরাও মু্খে তুলিনি। মাথায় তেল পর্যন্ত ছোঁওয়াইনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঐ তিন সপ্তাহ কালের মধ্যে আমি কোন সুস্বাদু খাবার খাইনি, মাংস ভোজন করিনি, দ্রাক্ষারস পান করিনি, মাথায় তেল মাখিনি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 সেই তিন সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত কোন সুস্বাদু খাবার আমি খাই নি, কোন মাংসও খাই নি, আঙ্গুর রসও পান করি নি এবং তেলও মাখি নি। অধ্যায় দেখুন |