দানিয়েল 10:1 - পবিত্র বাইবেল O.V. (BSI)1 পারস্য-রাজ কোরসের তৃতীয় বৎসরে বেল্টশৎসর নামে আখ্যাত দানিয়েলের নিকটে এক বাক্য প্রকাশিত হইল, সেই বাক্য সত্য, ও মহাযুদ্ধসূচক; তিনি বাক্য বুঝিলেন, সেই দর্শনও বুঝিতে পারিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পারস্যের বাদশাহ্ কাইরাসের তৃতীয় বছরে বেল্টশৎসর নামে আখ্যাত দানিয়ালের কাছে একটি কালাম প্রকাশিত হল, সেই কালাম সত্য ও মহাযুদ্ধ বিষয়ক; তিনি কালাম বুঝলেন, সেই দর্শনও বুঝতে পারলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 পারস্য-রাজ কোরসের রাজত্বের তৃতীয় বছরে যাকে বেল্টশৎসর নামে ডাকা হত সেই দানিয়েলের কাছে একটি দর্শন প্রকাশিত হল। তার বার্তা ছিল সত্য ও এক মহাযুদ্ধ সম্পর্কিত। দর্শনের মাধ্যমে সেই বার্তার মানে তার কাছে এল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 (পারস্যরাজ সাইরাসের রাজত্বের তখন তৃতীয় বছর চলছে। সেই সময় দানিয়েলের কাছে একটি বার্তা প্রকাশিত হয়। দানিয়েল বেল্টশৎসর নামেও পরিচিত ছিলেন। বার্তাটির মধ্যে সত্য নিহিত ছিল, কিন্তু সেই সত্য ছিল বোধের অগম্য। একটি দর্শনের সাহায্যে সেই বার্তা তাঁকে বুঝিয়ে দেওয়া হয়।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 পারস্যের রাজা ছিলেন কোরস। রাজা কোরসের রাজত্বের তৃতীয় বছরে দানিয়েল ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা পান। (দানিয়েলের অপর নাম হল বেলটশত্সর।) এই বার্তাটি খুবই সত্য। দানিয়েল বার্তাটি বুঝতে খুব কষ্ট করলেন এবং অবশেষে তিনি দর্শনটি বুঝতে পারলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পারস্যের রাজা কোরসের তৃতীয় বছরে, দানিয়েলের (যাঁকে বেল্টশৎসর বলা হত) কাছে একটা বার্তা প্রকাশিত হল এবং সেই বার্তাটি সত্যি। এটা ছিল ভীষণ যুদ্ধের সম্পর্কে। দানিয়েল সেই বার্তাটি বুঝতে পারলেন যখন তিনি একটা দর্শনের মধ্য দিয়ে অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন। অধ্যায় দেখুন |