তীত 1:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 যিহূদীয় গল্পে, ও সত্য হইতে বিমুখ মনুষ্যদের আজ্ঞায়, মনোযোগ না করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ইহুদীদের গল্প-কথায় ও যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই লোকদের হুকুমে মনোযোগ না দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 এবং তারা যেন ইহুদি গালগল্পে অথবা যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, এমন লোকদের আদেশের প্রতি মনোযোগ না দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যাতে তাঁরা ইহুদী লোকশ্রুতি আর প্রথা আঁকড়ে ধরে না থাকে কারণ এসব বিভ্রান্ত মানুষের মনগড়া ব্যাপার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তখন তারা ইহুদীদের মিথ্যা গল্প গ্রহণ করবে না এবং যারা সত্য থেকে সরে গেছে এরকম লোকদের আজ্ঞা মানবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 ইহূদিদের গল্প কথায়, ও সত্য থেকে দূরে এমন মানুষদের আদেশে মন না দেয়। অধ্যায় দেখুন |