গীত 99:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 রাজার বলও বিচার ভালবাসে; তুমি ন্যায়বিধি অটল করিয়া থাক, তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্ম্মিকতা সাধন করিয়া থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 বাদশাহ্ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন; তুমি ন্যায়বিধি অটল করেছ, তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে। ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন। আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 বলবান রাজা ন্যায় ভালবাসেন; তুমি সুবিচার প্রতিষ্ঠা করেছ, তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্ম্মিকতা তৈরী করেছ। অধ্যায় দেখুন |