গীত 84:6 - পবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে; প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তারা বাকা-উপত্যকা দিয়ে গমন করে, তারা তা ফোয়ারায় পরিণত করে; প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যখন তারা অশ্রুর উপত্যকার মধ্য দিয়ে যায়, তারা সেই স্থান জলধারায় পরিণত করে; প্রথম বৃষ্টি সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 শুষ্ক জলহীন বাখা যখন পার হয় তারা সেখানে উৎসারিত হয় ঝরণাধারা তাদের পরশ লাভে, প্রথম বর্ষার ধারা বর্ষণে আপ্লুত করে তাকে নানা আশিসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে। শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তারা কান্নার তলভূমি দিয়ে গমন করে, তারা পানীয় জলের ঝরনার সন্ধান পায়; প্রথম বৃষ্টি তা জলাধারের জল দিয়ে ঢেকে দেয়। অধ্যায় দেখুন |