গীত 83:11 - পবিত্র বাইবেল O.V. (BSI)11 তুমি ইহাদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, ইহাদের অধিপতি সকলকে সেবহ ও সল্মুন্নের সমান কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তুমি এদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, এদের অধিপতি সকলকে সেবহ ও সল্মুন্নের সমান কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 বিশিষ্ট ব্যক্তিরা ওরেব ও সেবের মতো আর তাদের অধিপতিরা সেবহ ও সল্মুন্নার মতো মরে যাক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 এদের নেতৃবৃন্দের দশা ওরেব ও জেব-এর মত কর, এদের নায়কদের কর জেবাহ ও সালমুন্নার মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ঈশ্বর, ওই শত্রু নেতাদের পরাজিত করুন। ওরেব ও সেবদের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন। সেবহ ও সল্মুন্নের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তুমি ওদের প্রধানদেরকে অরেব ও সেবের সমান কর, এদের অধিপতিদের সেবহ ও সলমুন্নের সমান কর। অধ্যায় দেখুন |