গীত 78:23 - পবিত্র বাইবেল O.V. (BSI)23 তবু তিনি উপরিস্থ মেঘমালাকে আজ্ঞা দিলেন, আকাশমণ্ডলের দ্বার সকল খুলিয়া দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তবু তিনি উপরিস্থ মেঘমালাকে হুকুম দিলেন, আসমানের সমস্ত দরজা খুলে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তবুও তিনি উপরের আকাশকে আজ্ঞা দিলেন এবং স্বর্গের দরজা খুলে দিলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 কিন্তু তবুও তিনি ঊর্ধ্বে গগন মণ্ডলকে দিলেন আদেশ, আকাশের দ্বারসমূহ করলেন উন্মুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23-24 এর পর ঈশ্বর মেঘকে উন্মুক্ত করে দিলেন এবং খাদ্যের জন্য ওদের ওপরে মান্না বর্ষিত হল। এ যেন আকাশের দ্বার খুলে গেল এবং স্বর্গের ভাণ্ডার থেকে শস্যরাশি পড়তে লাগলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তবু তিনি উপরের আকাশকে আদেশ দিলেন এবং আকাশের দ্বারগুলি খুলে দিলেন। অধ্যায় দেখুন |