গীত 73:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 কিন্তু আমার চরণ প্রায় টলিয়াছিল; আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হইয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কিন্তু আমার চরণ প্রায় টলেছিল; আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 কিন্তু আমার পা প্রায় পিছলে গিয়েছিল; আমার পা রাখার জায়গা আমি প্রায় হারিয়েছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কিন্তু আমি –আমার চরণ প্রায় স্খলিত হয়েছিল, হারিয়ে গিয়েছিল আমার বিশ্বাস, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আমার প্রায় পদস্খলন হয়েছিলো এবং আমি পাপ কাজ করতে শুরু করেছিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 কিন্তু আমার পা প্রায় টলে গিয়েছিল; আমার পা প্রায় পিছলিয়ে গিয়েছিল। অধ্যায় দেখুন |