গীত 72:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 তাঁহার সম্মুখে মরুনিবাসীরা নত হইবে, তাঁহার শত্রুগণ ধূলা চাটিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তাঁর সম্মুখে মরু-নিবাসীরা নত হবে, তাঁর দুশমনেরা ধুলা চাটবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 মরুভূমির গোষ্ঠীসকল তাঁর সামনে নত হবে এবং তাঁর শত্রুরা মাটির ধুলো চাটবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 বৈরী জাতিসমূহ নতি স্বীকার করুক তাঁর কাছে তাঁর শত্রুরা লেহন করুক ধূলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 মরুভূমিতে যারা বাস করে তারা সবাই যেন তাঁর কাছে আনত হয়। তাঁর সব শত্রুরা যেন মাটির ধূলোতে মুখ ঠেকিয়ে তাঁর কাছে অবনত হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তাঁর সামনে প্রান্তরের বাসিন্দারা নত হবে, তাঁর শত্রুরা ধূলো চাটবে। অধ্যায় দেখুন |