গীত 71:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জ্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে আমার আল্লাহ্, আমাকে উদ্ধার কর, দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুরদের কবল থেকে আমাকে উদ্ধার করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় দুর্জনের কবল থেকে, মুক্ত কর অধর্মাচারী নির্দয় লোকদের হাত থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন। নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুষ্টদের হাত থেকে এবং অন্যায়কারী নিষ্ঠুরতার হাত থেকে। অধ্যায় দেখুন |