গীত 7:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 তবে শত্রু দৌড়িয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত করুক, এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। সেলা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আমার জীবন ভূমিতে দলিত করুক, এ বং আমার গৌরব ধূলিসাৎ করুক। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তবে আমার শত্রু আমাকে তাড়া করে বন্দি করুক; আমার প্রাণ মাটিতে পদদলিত করুক এবং আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তবে শত্রু আমায় না দিক নিস্তার, ধরাশায়ী করে পদদলিত করুক আমায় ধূলায় লুটিয়ে দিক আমার সম্মান। সেলা অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যদি আমি সত্যি না বলি তাহলে আমার জীবনে শত্রুরা আমায় অনুসরণ করুক এবং ধরে ফেলুক, সে আমার জীবন্ত দেহকে মাটিতে পায়ে দলিত করুক এবং তবে আমার সম্মানকে ধূলোতে মিশিয়ে দিক। সেলা অধ্যায় দেখুন |
আর হে আমার পিতঃ, দেখুন; হাঁ, আমার হস্তে আপনার বস্ত্রের এই অঞ্চল দেখুন; কেননা আমি আপনার বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইয়াছি, তথাপি আপনাকে বধ করি নাই, ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখিবেন, আমি হিংসায় কি অধর্ম্মে হস্তক্ষেপ করি নাই, এবং আপনার বিরুদ্ধে পাপ করি নাই; তথাপি আপনি আমার প্রাণ হরণ করিবার জন্য মৃগয়া করিতেছেন।