গীত 69:25 - পবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাদের নিবাস শূন্য হউক, তাহাদের তাম্বুতে কেহ বাস না করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাদের নিবাস শূন্য হোক, তাদের তাঁবুতে কেউ বাস না করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তাদের বাসস্থান শূন্য হোক; তাদের তাঁবুতে বসবাস করার জন্য যেন কেউ না থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 ওদের বাসস্থান হোক পরিত্যক্ত, সেখানে বাস করার মত কেউ অবশিষ্ট না থাকে যেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 ওদের ঘর শূন্য করে দিন। একটা কেউ যেন ওখানে বেঁচে না থাকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তাদের জায়গা শূন্য হোক, তাদের তাঁবুতে কেউ বাস করবে না। অধ্যায় দেখুন |