গীত 66:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম, তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি নিজের মুখে তাঁকে ডাকলাম, তাঁর উচ্চপ্রশংসা আমার জিহ্বাগ্রে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমি তাঁর প্রতি কেঁদেছিলাম আর মুখ দিয়ে প্রার্থনা করেছিলাম; তাঁর প্রশংসা আমার জিভে ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সাহায্যের জন্য আমি উচ্চরবে আকুল আবেদন জানালাম, কণ্ঠে ছিল আমার তোমারই বন্দনাগান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17-18 আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম, আমি তাঁর প্রশংসা করেছিলাম। আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আমি নিজের মুখে তাঁকে ডাকলাম এবং তাঁর প্রশংসা আমার জিভে ছিল। অধ্যায় দেখুন |