গীত 66:15 - পবিত্র বাইবেল O.V. (BSI)15 আমি তোমার উদ্দেশে মেদ যুক্ত হোমবলি উৎসর্গ করিব, তাহার সহিত মেঘরূপ ধূপদাহ করিব; ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিব। সেলা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমি তোমার উদ্দেশে মেদযুক্ত পোড়ানো-কোরবানী করবো, তার সঙ্গে ভেড়ারূপ ধূপ জ্বালাব; ছাগলগুলোর সঙ্গে ষাঁড়গুলোকেও কোরবানী করবো। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশুবলি দেব, আর মদ্দা মেষ উপহার দেব; আমি বলদ ও ছাগল উৎসর্গ করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 উৎসর্গ করব আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশু হোমবলিরূপে, করব নিবেদন দগ্ধ মেষের সুরভি, ছাগ ও বৃষ আমি করব বলিদান। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উৎসর্গ করি। আমি আপনাকে মেষসহ ধূপ উৎসর্গ করি। আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উৎসর্গ করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আমি তোমার উদ্দেশ্যে মেষশাবকের সঙ্গে আমি একটি হোমবলি উৎসর্গ করব; আমি ষাঁড় এবং ছাগলগুলো প্রদান করব। সেলা অধ্যায় দেখুন |