গীত 57:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 হে আমার গৌরব, জাগ্রৎ হও; নেবল ও বীণে, জাগ্রৎ হও; আমি ঊষাকে জাগাইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হে আমার গৌরব, জাগ্রত হও; নেবল ও বীণে, জাগ্রত হও; আমি ঊষাকে জাগাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 জেগে ওঠো, হে আমার প্রাণ! জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 জাগো, জাগো হে চিত্ত আমার, জাগো হে বীণ, জাগো সুরবাহার আমি জাগাব ঊষাকে আমার প্রভাতী সঙ্গীতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 হে আমার আত্মা, জেগে ওঠো! হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আমার সম্মানিত হৃদয় জেগে ওঠ; নেবল ও বীণা জেগে ওঠ; আমি ভোরে ঘুম থেকে উঠব। অধ্যায় দেখুন |