গীত 41:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 আমার বিদ্বেষিগণ সকলে একত্র হইয়া আমার বিরুদ্ধে কাণাকাণি করে; তাহারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমার বিদ্বেষীরা সকলে একত্র হয়ে আমার বিরুদ্ধে কানাকানি করে; তারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমার শত্রুরা সবাই মিলে আমার বিরুদ্ধে ফিসফিস করে; তারা আমার অনিষ্ট কল্পনা করে, আর বলে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যারা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, আমার সম্পর্কে তারা গুঞ্জন তোলে, অনিষ্ট কামনা করে আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে। ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যে সমস্তরা আমাকে ঘৃণা করে তারা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলে; তারা আমার বিরুদ্ধে একে অপরের সাথে আলোচনা করে। অধ্যায় দেখুন |