গীত 39:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 সদাপ্রভু, আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি, জানাও, আমি জানিতে চাহি, আমি কেমন ক্ষণিক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মাবুদ, আমার অন্তিমকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি, জানাও, আমি জানতে চাই, আমি কেমন ক্ষণিক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত; আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি বললাম: হে প্রভু পরমেশ্বর আমাকে জানাও আমার শেষ পরিণতি, আমাকে জানাও আমার আয়ুর পরিমাণ, আমি জানতে চাই কত ক্ষণস্থায়ী আমার জীবন। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে? বলুন, আর কতদিন আমি বাঁচবো? আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 “সদাপ্রভুু, আমাকে জানাও কখন আমার জীবন শেষ হবে এবং আমার আয়ু কত দিন পর্যন্ত তা জানাও। দেখাও আমি কেমন ক্ষণিক। অধ্যায় দেখুন |