Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 37:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে, হরিৎ তৃণের ন্যায় ম্লান হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে, সবুজ ঘাসের মত ম্লান হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে, সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কারণ তৃণের মত শীঘ্রই তারা শুকিয়ে যায়, সবুজ লতাগুল্মের মত অচিরে বিনষ্ট হয় তারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কারণ তারা ঘাস হিসাবে শীঘ্রই শুকিয়ে যাবে এবং সবুজ গাছের মত শুকিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি




গীত 37:2
11 ক্রস রেফারেন্স  

দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্ম্মাচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির-বিনাশের জন্য সেইরূপ হয়।


সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না;


কেননা “মর্ত্ত্যমাত্র তৃণের তুল্য, ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য; তৃণ শুষ্ক হইয়া গেল, এবং পুষ্প ঝরিয়া পড়িল,


কিন্তু, সদাপ্রভু, তুমি অনন্তকাল ঊর্দ্ধবাসী।


যেহেতু দুর্বৃত্ত লোকের শেষ ফল হইবে না, দুষ্টগণের প্রদীপ নিভিয়া যাইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন