গীত 29:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 জলের উপরে সদাপ্রভুর রব; গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পানির উপরে মাবুদের কণ্ঠস্বর; গৌরবান্বিত আল্লাহ্ বজ্রনাদ করছেন, মাবুদ বিপুল জলরাশির উপরে বিদ্যমান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়; মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন, মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 সমুদ্র কল্লোলে ধ্বনিত প্রভুর মহানাদ, বজ্রধ্বনি করেন মহামহিম ঈশ্বর, তরঙ্গ ভঙ্গে জাগে তাঁর মেঘমন্দ্র স্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়। মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 মেঘ মন্ডলের উপরে সদাপ্রভুু রব শোনা যায়; গৌরবময় ঈশ্বর গর্জন করছেন, সদাপ্রভুু অনেক জলের উপরে গর্জন করছেন। অধ্যায় দেখুন |