গীত 19:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 সে বরের ন্যায় আপন বাসরগৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়িবার জন্য আমোদ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সে বরের মত তাঁর বাসরগৃহ থেকে বেরিয়ে আসে, বীরের মত স্বীয় পথে দৌড়াবার জন্য আনন্দ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে; বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রভাতে বাসর থেকে বরের মত সে বেরিয়ে আসে, ছুটে চলে আনন্দে বীরের মত আপন পথে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সকালের সূর্য বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মত বেরিয়ে আসে। সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মত। আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড়ের প্রতিযোগিতায় দৌড়বার জন্য উদগ্রীব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সূর্য্য তার ঘর থেকে বরের মত বেড়িয়ে আসে এবং ছুটে চলে আনন্দে বীরের মত নিজের পথে। অধ্যায় দেখুন |