গীত 143:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 ইহাতে আমার আত্মা অন্তরে অবসন্ন হইয়াছে, আমার অন্তরে চিত্ত অসার হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এতে আমার রূহ্ হৃদয়ে অবসন্ন হয়েছে, আমার ভিতরে আমার অন্তর অসার হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়; আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সে জন্যই অবসন্ন আমার আত্মা, চিত্ত আমার বিহ্বল গভীর হতাশায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি ত্যাগ করতে প্রস্তুত। আমি আমার সাহস হারিয়ে ফেলেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এতে আমার আত্মা ভেতরে দুর্বল হয়েছে, আমার হৃদয় হতাশ হয়েছে। অধ্যায় দেখুন |