গীত 137:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 ধন্য সেই, যে তোমার শিশুগণকে ধরে, আর শৈলের উপরে আছড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 সুখী সেই, যে তোমার শিশুদেরকে ধরে, আর শৈলের উপরে আছড়ায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে আর পাথরের উপরে আছড়ায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সে তোমার কোল থেকে কেড়ে নেবে শিশুদের আছড়ে ফেলবে কঠিন পাথরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 সেই লোক ধন্য যে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে আর তাদের পাথরে পিষে ফেলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 ধন্য সে হবে, যে তোমার শিশুদেরকে ধরে, আর পাথরের ওপরে আছাড় মারে। অধ্যায় দেখুন |
হসায়েল জিজ্ঞাসা করিলেন, আমার প্রভু কেন রোদন করেন? তিনি উত্তর করিলেন, কারণ এই, আপনি ইস্রায়েল-সন্তানগণের যে অনিষ্ট করিবেন, তাহা আমি জানি; আপনি তাহাদের দৃঢ় দুর্গ সকল আগুনে পোড়াইয়া দিবেন, তাহাদের যুবকগণকে খড়্গ দ্বারা বধ করিবেন, তাহাদের শিশুগণকে ধরিয়া আছাড় মারিবেন, ও তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদিগের উদর বিদীর্ণ করিবেন।