গীত 135:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠাইয়াছিলেন, ফরৌণের ও তাঁহার সমস্ত দাসের বিরুদ্ধে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠিয়েছিলেন, ফেরাউনের ও তাঁর সমস্ত গোলামের বিরুদ্ধে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 হে মিশর, ফরৌণ ও তার অনুচরদের বিপক্ষে, তিনি তোমার মাঝে চিহ্ন ও আশ্চর্য কাজ পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তিনিই তোমার মাঝে হে মিশর সাধন করেছিলেন বহু অলৌকিক কার্য, দেখিয়েছিলেন কত নিদর্শন ফারাও ও তাঁর অনুচরদের বিরুদ্ধে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঈশ্বর, মিশরে অনেক চমৎকার ও অলৌকিক কাজ করেছিলেন। এমনকি ফরৌণ এবং তার আধিকারিকদের জন্যও ঈশ্বর এইসব ঘটনা ঘটিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তিনি চিহ্ন এবং বিস্ময়কর ঘটনা মিশরের মধ্যে পাঠিয়েছিলেন, ফরৌণের এবং তাঁর সব দাসের বিরুদ্ধে। অধ্যায় দেখুন |