গীত 132:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 এই আমার চিরকালের বিশ্রামস্থান, আমি এই স্থানে বাস করিব, যেহেতু তাহাই বাসনা করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এই আমার চিরকালের বিশ্রামস্থান, আমি এই স্থানে বাস করবো, যেহেতু তা-ই বাসনা করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 “এই আমার চিরকালের বিশ্রামস্থান; আমি এই স্থানেই অধিষ্ঠিত রইব, কারণ আমি এই বাসনা করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এই আমার বিশ্রামস্থান, এখানেই আমি বাস করব চিরকাল, এই আমার বাসনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রভু বলেছিলেন, “চিরদিনের জন্য এটাই আমার স্থান হবে। আমার থাকার স্থান হিসেবে আমি এই জায়গাকে মনোনীত করেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এটা আমার চিরকালের বিশ্রামের জায়গা; আমি এখানে থাকবো, কারণ আমি এটা ইচ্ছা করি। অধ্যায় দেখুন |